প্রহরী জিপিএস ট্র্যাকার

পড়তে লাগবে: 4 মিনিট

কীভাবে বৃষ্টির মধ্যে দৃষ্টিসীমা ঠিক রেখে গাড়ি চালাবেন (শেষ-পর্ব)

বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ করে সন্ধ্যার পর দেখতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তখন ড্রাইভিং করার সময় দৃষ্টিসীমা অনেকটাই  কমে  যায়। ফলে সেসময় ড্রাইভিং করতে অসুবিধার মুখোমুখি হতে হয়। আর তাইতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে না চাইলে কিছু দরকারি বিষয় জানা থাকা ভাল। দেখে নিন বৃষ্টির দিনে দৃষ্টিসীমা ঠিক রেখে ড্রাইভিং করার উপর কিছু গুরুত্বপূর্ণ টিপস।

উইন্ড শিল্ডের উইপারস অন করে দিন  

আপনার গাড়িতে যদি অটোমেটিক উইপারস না থাকে, তাহলে আপনাকে ম্যানুয়ালি এটা অন করতে হবে। বৃষ্টির দিনে উইন্ডশীল্ড উইপারসের তিনটি সেটিং আছে-ধীর ,মাঝারি এবং দ্রুত। বৃষ্টির ধরণ বুঝে আপনাকে সেই অনুযায়ী স্পীড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনার জাজমেন্ট অনুযায়ীই কাজ করবেন। বৃষ্টির সময় যদি আপনার গাড়িতে পিছন উইন্ডশীল্ড উইপারস থাকে, তাহলে  সেটাও চালু করে দিবেন।

প্রয়োজনে উইন্ড শিল্ড উইপার প্রতিস্থাপন করুন

উইপার ব্লেডে যদি মরিচা বা জং ধরে যায়, বেঁকে যায় কিংবা ক্ষয় হয়ে যায়। তাহলে তা যত দ্রুত সম্ভব রিপ্লেস করে ফেলুন। ভাল গুণগত মানের উইপার ব্লেড ব্যবহার করুন। বিশেষ করে যেগুলো পানিরোধী হয়ে থাকে। যদি উইন্ড শিল্ডের কোন অংশ উইপার টাচ  না করে, তাহলে বুঝতে হবে যে উইপার বেঁকে গেছে কিংবা কোথাওবা অসমান প্রেশার দিচ্ছে। এক্ষেত্রে ম্যানুয়াল দেখে অথবা  এক্সপার্টদের পরামর্শ অনুযায়ী  উইপার ব্লেড চেঞ্জ করে নিতে পারেন।

উইন্ড শিল্ড ভালভাবে পরিষ্কার রাখুন

উইন্ড শিল্ড উইপারস দিয়ে মাঝে  মাঝে গাড়ির কাচ পুরোপুরি পরিষ্কার হয় না। অনেক সময় ময়লা জমে থাকে। সেক্ষেত্রে উইন্ড শিল্ড ভালভাবে পরিষ্কার করতে হবে। পারলে কোন প্রফেশনাল কাউকে দিয়ে এটা করাবেন। এছাড়াও উইপারস ব্লেড পরিষ্কার রাখতে হবে। নোংরা ব্লেড দাগ ফেলতে পারে এবং পানি ধরে রাখতে পারে। এজন্য উইপারস ব্লেড নিয়মিত উইন্ড শিল্ড ওয়াসার ফ্লুয়িড দিয়ে  পরিষ্কার রাখা দরকার।

গাড়ির  হেডলাইট অন করুন

মেঘলা  দিনে  গাড়ি  চালানোর  সময়  হেডলাইট আপনার দৃষ্টিসীমা বাড়িয়ে দেবে। এমনকি দিনের বেলা বৃষ্টির  মধ্যেও হেডলাইট  জ্বালিয়ে চলা ভাল। কারণ এতে অন্য  ড্রাইভাররা  খুব সহজেই আপনাকে  দেখতে  পাবে। অনেক হেডলাইটের  বিভিন্ন টাইপের সেটিংস  আছে। আপনাকে আপনার  গাড়ির  জন্য  সঠিক  অপশনটি  পছন্দ  করতে  হবে। যেমন- আপনি  যখন  হালকা  বৃষ্টিতে  অত্যন্ত  অন্ধকারের  মধ্যে  গাড়ি  চালাবেন। ঠিক  তখন  আপনাকে  সবচেয়ে  উজ্জ্বল  হেডলাইট  সেটিং  ইউজ   করতে  হবে। এছাড়াও কুয়াশা  এবং  বৃষ্টির  মধ্যে  গাড়ি  চালানোর সময় ফগ লাইট  ব্যবহার করাটা জরুরী।

হেডলাইট পরিষ্কার করুন

আপনার গাড়ির হেডলাইট  ধুয়ে-মুছে পরিষ্কার রাখুন। ময়লা পড়ে এগুলো হয়তো পূর্বের  মতো  উজ্জ্বলতা  সৃষ্টি নাও  করতে  পারে। ফলে তা বৃষ্টির  সময়  আপনার  দৃষ্টিসীমা অনেকটাই  কমিয়ে  দিতে  পারে। সুতরাং  নিয়মিত  গাড়ির  হেডলাইট  পরিষ্কার  করুন। যখনি  হেডলাইটগুলোকে  অপরিষ্কার  মনে হবে,  তখনি তা  পরিষ্কার  করে  ফেলুন।

শিরিষকাগজ (Sandpaper) দিয়ে হেডলাইট পরিষ্কার করুন

হেডলাইট  ভালভাবে পরিষ্কার  করার  জন্য শিরিষ কাগজ (Sandpaper)  ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে  এক  টুকরো শিরিষ কাগজ কিছুক্ষণ ঠাণ্ডা  পানিতে  ডুবিয়ে  রাখুন। তারপর  টেপ   দিয়ে  অন্যান্য  অংশ  ঢেকে,  পানি  ছিটিয়ে শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার  করতে  থাকুন। এক্ষেত্রে রুটিন   করে  ডিপ  ক্লিন  না  করলেও  চলবে। যখন  মনে  হবে  যে  নরমাল  ক্লিনিংয়ে  হেডলাইটের   ময়লা  যাচ্ছে  না, তখন আপনি এটা করে ফেলতে পারেন।

কুয়াশা পরিষ্কার করার যন্ত্র (Demister) অন করুন   

বৃষ্টির সময়  গাড়ির  ভিতরের  এবং  বাইরের  তাপমাত্রার  পার্থক্য  দেখা  যায়। যার ফলে  গাড়ির  গ্লাসে  কুয়াশার সৃষ্টি  হয়। যার ফলে চারপাশ এবং সামনে দেখতে সমস্যার সৃষ্টি হয়। সুতরাং এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে কুয়াশা পরিষ্কার করার যন্ত্র (Demister) অন  করে দিন।

বাস বা ট্রাককে ফলো করে চলবেন না

বৃষ্টির ভিতর রাস্থায় বাস  বা  ট্রাককে ফলো করে চলবেন না। এইসব  বড়  গাড়ি  বৃষ্টির  মধ্যে  চললে,  অনেক  পানি  চারপাশে  ছিটিয়ে  পড়ে যা দৃষ্টিসীমা  কমিয়ে দেয়। তাই  এগুলো  থেকে যথা সম্ভব দূরত্ব রেখে চলতে চেষ্টা করুন। যদি  এগুলোকে   পাশ  কাটিয়ে  যেতে  হয়,  তবে  তা  সাবধানতার সাথে দ্রুত  করুন।  আর বড়  গাড়ির  পিছন  থেকে  সরে  যাওয়ার চেষ্টা করাটাই  উত্তম।  কারণ এরা চলন্ত  পথে  পানি  ছিটিয়ে  দৃষ্টিসীমা অনেকটাই ঝাপসা  করে  দেয়।

পোলারাইজড গ্লাস ব্যবহার করুন এবং ধীরে চলুন

বৃষ্টির   দিনে  পোলারাইজড  গ্লাস  পড়লে  তা দৃষ্টিসীমা বাড়িয়ে  দেবে। কিন্তু  এটা  রাতের  বেলা  কাজ  করবে  না। এছাড়াও গাড়ির  গতি  কমিয়ে  দিলে  সামনের  দৃশ্য  দেখার  জন্য  বেশি  সময়  পাবেন। এক্ষেত্রে গতি  কমিয়ে  দিলে  সামনের  দৃশ্য  দেখার  জন্য,  আগের  চেয়ে অন্তত প্রায়   ১২  সেকেন্ডস   সময় বেশি পাওয়া  যাবে। আর তাইতো বৃষ্টির  মধ্যে  গাড়ি  চালানোর  সময়  গাড়ির  স্পীড  অবশ্যই কমিয়ে  নেয়া উচিত।

বৃষ্টির সময় চারপাশের পরিবেশ পরিস্থিতি ভালভাবে খেয়াল করে সতর্ক দৃষ্টি রেখে চলাটা অনেক বেশি জরুরী। সবকিছু যেন আপনার দৃষ্টির আওতায় থাকে এবং আপনি যাতে সবই স্বচ্ছভাবে দেখতে পান। আর সেজন্য নিয়মিত গাড়ির হেডলাইট  পরিষ্কার রাখতে হবে।  এবং  তিনমাস পর পর উইপারস চেঞ্জ  করে  নিতে হবে। এছাড়াও গাড়ির সুরক্ষা এবং নিরাপত্তার জন্য ভিটিএস ট্র্যাকারের সাহায্যও নিতে পারেন। বৃষ্টি মুখর দিন কিংবা রাত সবসময়ই নিরাপদ হোক আপনার পথচলা।

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

    Share your vote!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top