প্রহরী

গাড়ির জন্য দিতে হবে অতিরিক্ত কর
পড়তে লাগবে: 3 মিনিট

গাড়ির জন্য আসছে বাড়তি করের চাপ!

নতুন নিয়ম, নতুন চ্যালেঞ্জ! এখন থেকে গাড়ির নিবন্ধন ও ফিটনেস নবায়নের সময় আয়কর রিটার্ন দেওয়ার প্রমাণপত্র (পিএসআর) বাধ্যতামূলক! রিটার্ন জমার প্রমাণপত্র না দিলে, অগ্রিম বাড়তি কর গুনতে হবে। বুধবার (১০ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। সোমবার (৮ জুলাই) ইস্যু করা এনবিআরের বিশেষ আয়কর পরিপত্রে বলা হয়েছে, রিটার্ন জমার স্লিপ না থাকলে গাড়িভেদে বাড়তি ৮ হাজার থেকে লাখ টাকার বেশি কর দিতে হবে। ‘আয়কর আইন, ২০২৩’ এবং ‘অর্থ বিল, ২০২৪’ অনুযায়ী এই বাড়তি করের নিয়ম প্রযোজ্য। শুধু অগ্রিম কর নয়, পরিবেশ সারচার্জ পরিশোধ না করলেও পরবর্তী বছর বাড়তি পরিবেশ সারচার্জ দিতে হবে।

ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে পিএসআর জমা না দিলে অতিরিক্ত অগ্রিম করের নিয়মাবলী

  1. ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের কম ক্ষমতার গাড়ি:
    • একটি গাড়ি:
      • অগ্রিম কর: ২৫ হাজার টাকা
      • পিএসআর না দিলে: ৩৭ হাজার ৫০০ টাকা
    • একাধিক গাড়ি:
      • প্রতি গাড়ি: ৩৭ হাজার ৫০০ টাকা
      • পিএসআর না দিলে: ৫৬ হাজার ২৬০ টাকা
  2. ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট থেকে ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের কম ক্ষমতার গাড়ি:
    • একটি গাড়ি:
      • অগ্রিম কর: ৫০ হাজার টাকা
      • পিএসআর না দিলে: ৭৫ হাজার টাকা
    • একাধিক গাড়ি:
      • প্রতি গাড়ি: ৭৫ হাজার টাকা
      • পিএসআর না দিলে: ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা
  3. ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াট থেকে ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের কম ক্ষমতার গাড়ি:
    • একটি গাড়ি:
      • অগ্রিম কর: ১ লাখ ২৫ হাজার টাকা
      • পিএসআর না দিলে: ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা
    • একাধিক গাড়ি:
      • পিএসআর না দিলে: ২ লাখ ৮১ হাজার ২৫০ টাকা
    1. ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াট থেকে ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের কম ক্ষমতার গাড়ি:
      • একটি গাড়ি:
        • অগ্রিম কর: ১ লাখ ৫০ হাজার টাকা
        • পিএসআর না দিলে: ২ লাখ ২৫ হাজার টাকা
      • একাধিক গাড়ি:
        • পিএসআর না দিলে: ৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা
    2. ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে ক্ষমতার গাড়ি:
      • একটি গাড়ি:
        • অগ্রিম কর: ২ লাখ টাকা
        • পিএসআর না দিলে: ৩ লাখ টাকা
      • একাধিক গাড়ি:
        • পিএসআর না দিলে: ৪ লাখ ৫০ হাজার টাকা
    3. মাইক্রোবাস:
      • একটি মাইক্রোবাস:
        • কর: ৩০ হাজার টাকা
        • পিএসআর না দিলে: ৪৫ হাজার টাকা
      • একাধিক মাইক্রোবাস:
        • পিএসআর না দিলে: ৬৭ হাজার ৫০০ টাকা (শর্ত পূরণ সাপেক্ষে)

    এছাড়া, প্রতিবছর পরিবেশ সারচার্জ দিতে না পারলেও নিচের দেওয়া তথ্য অনুসারে অতিরিক্ত কর দিতে হবে।

পরিবেশ সারচার্জ নিম্নরূপ:

  • ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত ক্ষমতার গাড়ি:
    • সারচার্জ: ২৫,০০০ টাকা
  • ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট থেকে ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের কম ক্ষমতার গাড়ি:
    • সারচার্জ: ৫০,০০০ টাকা
  • ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াট থেকে ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের কম ক্ষমতার গাড়ি:
    • সারচার্জ: ৭৫,০০০ টাকা
  • ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াট থেকে ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের কম ক্ষমতার গাড়ি:
    • সারচার্জ: ১,৫০,০০০ টাকা
  • ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াট থেকে ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের কম ক্ষমতার গাড়ি:
    • সারচার্জ: ২,০০,০০০ টাকা
  • ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের বেশি ক্ষমতার গাড়ি:
    • সারচার্জ: ৩,৫০,০০০ টাকা

পরিপত্র অনুযায়ী, বাণিজ্যিকভাবে পরিচালিত যানবাহন যেমন বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাংক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটোরিকশা ও ট্যাক্সিক্যাব থেকে উৎসে কর সংগ্রহ করা হবে। নতুন এই পদক্ষেপটি আমাদের রাজস্ব ব্যবস্থা আরও শক্তিশালী করতে এবং যানবাহন খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়ক হবে। আয়কর আইন, ২০২৩-এর ১৩৮ ধারা অনুযায়ী, বাণিজ্যিক যানবাহনের নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় অগ্রিম কর আদায় করা হবে। একইসঙ্গে, নিবন্ধন বা ফিটনেস নবায়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে যে আবেদনের সঙ্গে পিএসআর দাখিল করা হয়েছে। পিএসআর না দিলে গাড়িভেদে অগ্রিম করের পরিমাণ বাড়বে।

আইন অনুযায়ী গাড়ি ভেদে অগ্রিম করের হার

৫২ আসনের বেশি বাস:

  • অগ্রিম কর: ১৬ হাজার টাকা
  • পিএসআর না দিলে: ২৪ হাজার টাকা (অতিরিক্ত ৮ হাজার টাকা কর)

৫২ আসনের কম বাস:

  • অগ্রিম কর: ১১ হাজার ৫০০ টাকা
  • পিএসআর না দিলে: ১৭ হাজার ২৫০ টাকা

শীতাতপ নিয়ন্ত্রিত বাস:

  • অগ্রিম কর: ৩৭ হাজার ৫০০ টাকা
  • পিএসআর না দিলে: ৫৬ হাজার ২৫০ টাকা

ডাবল ডেকার বাস, শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস, ৫ টনের বেশি ক্যাপাসিটির ট্রাক, লরি বা ট্যাংক:

  • অগ্রিম কর: ১৬ হাজার টাকা
  • পিএসআর না দিলে: ২৪ হাজার টাকা

শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন মিনিবাস:

  • অগ্রিম কর: ৬ হাজার ৫০০ টাকা
  • পিএসআর না দিলে: ৯ হাজার ৭৫০ টাকা

প্রাইম মুভার:

  • অগ্রিম কর: ২৪ হাজার টাকা
  • পিএসআর না দিলে: ৩৬ হাজার টাকা

দেড় টনের বেশি নয় এমন ক্যাপাসিটির ট্রাক, লরি বা ট্যাংক, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটোরিকশা, শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন ট্যাক্সিক্যাব:

  • অগ্রিম কর: ৪ হাজার টাকা
  • পিএসআর না দিলে: ৬ হাজার টাকা

দেড় টনের বেশি, তবে ৫ টনের বেশি নয়—এমন ক্যাপাসিটির ট্রাক, লরি বা ট্যাংক লরি:

  • অগ্রিম কর: ৯ হাজার ৫০০ টাকা
  • পিএসআর না দিলে: ১৪ হাজার ২৫০ টাকা

শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সিক্যাব:

  • অগ্রিম কর: ১১ হাজার ৫০০ টাকা
  • পিএসআর না দিলে: ১৭ হাজার ২৫০ টাকা

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

    Share your vote!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top