প্রহরী জিপিএস ট্র্যাকার

নতুন ও রিকন্ডিশন্ড গাড়ি ক্রয়-বিক্রয় এর স্থান এবং ঠিকানা
পড়তে লাগবে: 4 মিনিট

নতুন ও রিকন্ডিশন্ড গাড়ি কেনার আগে জেনে নিন

চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বাজারেও গাড়ির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যানজট,গণপরিবহনের বেহাল দশা, রাস্তায় চলাচলের ঝুঁকি, নারীর প্রতি বৈষম্য আচরণ সবকিছু মিলিয়ে এখন ব্যক্তিগত গাড়ি বিলাসিতা নয়। যেন একপ্রকার প্রয়োজন। তাই আপনারও একটি ব্যক্তিগত গাড়ি হোক, যা আপনার পরিবারের নিরাপদ পথচলার পাশাপাশি নিজের শখও পূরণ করবে। এই আরটিকেলে নতুন ও রিকন্ডিশন্ড গাড়ি ক্রয়ের ক্ষেত্রে করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা করব।

গাড়ি ক্রয় এবং ভ্যাট

বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত গাড়ির তালিকায় একেবারে উপরে আছে টয়োটা, এরপর রয়েছে হোন্ডা ও নিসান। তবে এর পরের অবস্থান করা দুইটি ব্র্যান্ড আবার কিছুটা ব্যতিক্রমী আর তা হলো সুজুকি ও বিএমডব্লিউ। এই গাড়িগুলোর প্রায় সবগুলোই বিদেশ থেকে ইমপোর্ট করতে হয়। ফলে সরকারকে গাড়ির প্রকৃত মূল্যের মানের চেয়েও অনেক বেশি ভ্যাট প্রদান করতে হয়।

অবাক করা তথ্য হচ্ছে, বাংলাদেশে একটি ৪০০০ সিসির বেশি রিকন্ডিশন্ড গাড়িতে শুল্ক দিতে হয় সব মিলিয়ে ৮৩৬ শতাংশ। এর মানে দাঁড়ায় এই মানের গাড়ি যার বিদেশে মূল্য ১০০ টাকা হলে বাংলাদেশে সেই গাড়ির শুল্ক কর দিতে হবে ৮৩৬ টাকা। তারপর সেই গাড়ির বিক্রেতার লাভ, অন্যান্য খরচ তো আছেই।

সে যাই হোক, আমরা আজকে আলোচনা করবো নতুন ও রিকন্ডিশন্ড গাড়ির ক্রয়-বিক্রয়ের স্থান নিয়ে বিস্তারিত তবে তার আগে আমরা জেনে নিবো রিকন্ডিশন্ড গাড়ি কী।

রিকন্ডিশন্ড গাড়ি

জাপানে ব্যবহৃত হোমমেইড গাড়িগুলো নির্দিষ্ট কিছু বছর ব্যবহার করার পর যখন বিক্রি করে দেওয়া হয়, তখন বাংলাদেশি ইম্পোর্টাররা সেসব গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে কিনে নেয় তবে গাড়ির কন্ডিশনের উপর নির্ভর করে মূল্যমান নির্ধারিত হওয়া গাড়িগুলো ক্রয় করে টুকটাক সার্ভিসিং করে বাংলাদেশের বাজারে বিক্রি করা হয়ে থাকে, এইসব গাড়িগুলোকেই রিকন্ডিশন্ড গাড়ি বলা হয়।
জাপানে মূলত ০২ ধরণের গাড়ি তৈরি করা হয়।

  • ১. হোমমেড গাড়ি
  • ২. গ্লোবাল গাড়ি

হোমমেড গাড়ি

হোমমেড গাড়িগুলোতে জাপান সবসময়ই তাদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি ব্যবহার করে এবং সেসকল প্রযুক্তি সফলভাবে সচল হলেই কেবল গ্লোবাল গাড়িতে সেসকল প্রযুক্তি ব্যবহার করা হয়। তাই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো কম দামে ভালো মানের আধুনিক টেকনোলজি সংযুক্ত গাড়ি ব্যবহার করতে পারে।

গ্লোবাল গাড়ি

নতুন গাড়ি তো আমরা সকলেই চিনি। যে গাড়ি একেবারে চকচকা। ফ্যাক্টরি থেকে সরাসরি ইম্পোর্ট করা হয় সেসকল গাড়িকেই মূলত নতুন গাড়ি বলা হয়। বাংলাদেশেও বাংলা কার নামক একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গাড়ি নির্মাণ কাজ শুরু করেছে। সেগুলোও বাংলাদেশের বাজারে নতুন গাড়ি। তবে ব্যান্ড ভ্যালু কম হওয়ায় এখনো বাজার দখল করতে পারেনি একেবারেই।

রিকন্ডিশন গাড়ি ক্রয়ের করণীয় পদক্ষেপ

আপনি যে দোকান থেকে গাড়ি কিনবেন বলে ঠিক করেছেন, তার সম্পর্কে তথ্য জানার চেষ্টা করতে হবে। একজন গাড়ি আমদানিকারকের ওপর গাড়ির মূল্য নির্ভর করে। যিনি সারা বছরে ৪০০-৫০০ গাড়ি আমদানি করেন আর যিনি চার-পাঁচটি গাড়ি আমদানি করেন, তাঁরা সমান মানের হতে পারেন না। কারণ যত বেশি আমদানি, তত বেশি অভিজ্ঞতা।

আর বেশি গাড়ি আমদানি করলে আমদানিকারক জাপানের বিক্রেতার কাছেও বাড়তি সুবিধা পান। এ ছাড়া জাপান থেকে অকশনে গাড়ি কেনার পর সেই গাড়িটি জাপানেই সামনাসামনি দেখার সুযোগ থাকে। যাঁদের প্রতিনিধি জাপানে থাকেন, তাঁরা এই কাজগুলো দক্ষতার সঙ্গে করতে পারেন। অনেক আমদানিকারকের জন্য এই সুবিধা নেওয়া কঠিন বটে। তাই বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে গাড়ি কিনলে ঠকে যাওয়ার আশঙ্কা কম।

নতুন ও রিকন্ডিশন্ড গাড়ি ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানের ঠিকানা

জায়ান রিকন্ডিশন্ড কার সেন্টার

  • মোবাইল- ০১৭৫৭-৪৩৮৭৮৯
  • ঠিকানা- ৩১/৩/এ, কুয়েতি মসজিদ রোড, নাড্ডা, বারিধারা, ঢাকা, বাংলাদেশ- ১২১২

কার সিলেকশান

  • মোবাইল- ০১৮২৯-৩০৪০৭০
  • ঠিকানা- ৪৪, প্রগতি স্মরণি রোড, ঢাকা- ১২১২

অটোলিংক

  • মোবাইল- ০১৭১১-৯০০৪৬৮
  • ঠিকানা- ক- ৫৩/৬, প্রগতি স্মরণি, নড্ডা বাস স্টপেজ, ঢাকা- ১২১২

সালসাবিল কারস

  • ০১৭১৩০৪৮৮৫০
  • হাউজ নম্বর- ০৭, রোড নম্বর- ০৮, গুলশান-১, ঢাকা- ১২১৬

কার সিলেকশান

  • মোবাইল- ০১৮৪৩-৭৭৪০২৯
  • ঠিকানা- ৩/এ, রোড নম্বর ১১১, ঢাকা- ১২১২

বিসমিল্লাহ কার’স লিমিটেড

  • মোবাইল- ০১৯৪৪-৪২০০০০
  • ঠিকানা- ক- ৯৬/বি, প্রগতি স্মরণি রোড, ঢাকা।

কার ডিলার লিমিটেড

  • মোবাইল- ০১৮৮৬-০০১৭৭০
  • ঠিকানা- ৩৪২ নয়নাগর, কোকাকোলা রোড, ঢাকা- ১২১২

কার গ্যালারি বিডি

  • মোবাইল- ০১৭১৫-৬০৩৭৭০
  • ঠিকানা- ২৭, কার গ্যালারি বিডি, ১০০০ ভিআইপি রোড, ঢাকা- ১০০০

আল্ট্রা কার ফ্লাস

  • মোবাইল- ০২-৯৮৪৩৬৬০
  • ঠিকানা-প্লট- ০২, রোড- ১০, ব্লক- জে, বারিধারা, ভিতারা, ঢাকা- ১২১২

সিয়াম রেকন্ডিশন্ড কার ট্রেডিং

  • মোবাইল- ০১৭১৮-০৪৪০৭৩
  • ঠিকানা- ৯৮ ডিআইটি রোড, ঢাকা।

অটো মিউজিয়াম লিমিটেড

  • মোবাইল- ০১৭১৮-৩৮৮২৯২
  • ঠিকানা- হাউজ- ১৬, রোড- ১১১, ঢাকা- ১২১২

ভালো গাড়ি ডট কম

  • মোবাইল- ০১৭০০-৭০২৬৬৬
  • ঠিকানা- সিভিল হাউজ, বি-১১১, মসজিদ রোড, ঢাকা- ১২০৬

সিলেক্ট অটো

  • মোবাইল- ০১৭৫৪-৪৬৭৯৯৯
  • ঠিকানা- ক-৯৬, কুড়িল বিশ্বরোড, প্রগতি স্মরণি রোড, ঢাকা- ১২২৯

একেআর অটো কারস

  • মোবাইল- ০১৯১৫-৮৬২৮৫০
  • ঠিকানা- প্লট- ৩৬, প্রগতি স্মরণি রোড, ব্লক- জে, বারিধারা, ঢাকা- ১২১২

কার ডিলার

  • মোবাইল- ০১৬৮১-৮৬৪৪০০
  • ঠিকানা- ক-৬১, ২ সাউদি, মসজিদ রোড, ঢাকা- ১২২৯

সরকার অটোমোবাইলস লিমিটেড

  • মোবাইল- ০১৮৪২-৫৪৩৩১৭
  • ঠিকানা- হাউজ- ১০ (এ), রোড- ০৭/ডি, ঢাকা- ১২৩০

হক’স বে অটোমোবাইলস লিমিটেড

  • মোবাইল- ০১৭১৩-০৬৮৯৬১
  • ঠিকানা- ভিআইপি রোড, ঢাকা, বাংলাদেশ।

স্কাই ট্রি

  • মোবাইল- ০১৭৭৯-০০৭৭২২
  • ঠিকানা- ক-৭১, ০১ প্রগতি এভিনিউ, ঢাকা- ১২১২

টয়োটা অটো এডভান্স

  • মোবাইল- ০১৯৭৫-৬৬৭০৭৬
  • ঠিকানা- হাউজ #১৯, রোড #১৩, বারিধারা, ব্লক- জে, ঢাকা- ১২১২

জেড সিকদার কার সেন্টার

  • মোবাইল- ০১৭১১-৮৭৩৭৫১
  • ঠিকানা- প্লট # সি-১৭, ব্লক # ক ও খ, রোড- ১/১, সেকশন- সার্কেল, ঢাকা- ১২১৬

আর্ট অটো কর্পোরেশন

  • মোবাইল- ০১৯৮৮-০০৮৮৮৮
  • ঠিকানা- প্লট- ৬২, বারিধারা জে ব্লক, ঢাকা- ১২১২

হ্যালো কারস

  • মোবাইল- ০২-৮৪১৫৩৬৩
  • ঠিকানা- ক-৯৬/৩, কুড়িল, প্রগতি স্মরণি, ভাটারা, ঢাকা-১২২৯

কার ট্রেড বিডি

  • মোবাইল- ০১৭৩৭-০১৩৩৭৬
  • ঠিকানা- ২২৮, মিনেরিভা সিএনজি স্টেশন, যমুনা ব্যাংক স্ট্রেট সংলগ্ন, মিরপুর ১০,ঢাকা- ১২১৬

কার সিটি

  • মোবাইল- ০১৭১৬-৩৯৮৬৩৭
  • ঠিকানা- ক-৯৬, কুড়িল, কাজীবাড়ি, বিশ্বরোড, প্রগতি স্মরণি, ঢাকা- ১২২৯

ডি অটোস

  • মোবাইল- ০১৮৫০-৭৭৪০৩৭
  • ঠিকানা- ৩ডি, পশ্চিম, সাত মসজিদ রোড , ঢাকা- ১২০৭

এইচবি কার সিলেকশান লিমিটেড

  • মোবাইল- ০১৭৮৫-৩৩০৮১৮
  • ঠিকানা- সংসদ এভিনিউ, তেজগাঁও, মনিপুরীপাড়া রোড, ঢাকা- ১২১৫

নিউ অটো গ্যালাক্সি

  • মোবাইল- ০১৯৯৫-৩২৬৪৮৫
  • ঠিকানা- সেনা কল্যাণ বিজিনেস মার্ট, বীর উত্তম মীর সাখাওয়াত সড়ক, ঢাকা- ১২০৮

মাভেন অটোজ

  • মোবাইল- ০৯৬৩৮-৯৯৯৬৬৬
  • ঠিকানা- ৩৪৫ বীর উত্তম মীর সাখাওয়অত সড়ক, ঢাকা- ১২০৮

উপরে উল্লেখিত গাড়ি ক্রয়-বিক্রয়ের ঠিকানাসমূহ ইন্টারনেট দুনিয়া হতে সংগ্রহীত। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি শুধুমাত্র আমাদের পাঠক ও ভিজিটরদের গাড়ি ক্রয়-বিক্রয়কে সহজ ও সাবলীল করার জন্য। গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো জেনে লেনদেন করবেন। কাউকে বিশ্বাস কিংবা অবিশ্বাস করে প্রতারিত কিংবা ক্ষতির সম্মুখীন হলে দায় একান্তই আপনার।

শখের গাড়ির সকল তথ্য অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে এবং গাড়ির সুরক্ষায় প্রহরী ব্যবহার করতে পারেন। এটি একটি ভেহিক্যাল ট্র্যাকার সার্ভিস (VTS) ডিভাইস যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে পাই ল্যাবস বাংলাদেশ লিমিটেড। প্রহরী – ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেমে রয়েছে অ্যাপের মাধ্যমে ইঞ্জিন লক/আনলক করার সুবিধা, গাড়ির লাইভ ট্র্যাকিং আপডেট দেখা, এবং ট্রাভেল হিস্টোরি চেক করা সহ আরও অনেক সুবিধা বিস্তারিত জানতে দেখুন প্রহরী প্যাকেজ সমূহ।

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

    Share your vote!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top