প্রহরী

পড়তে লাগবে: 3 মিনিট

বিএমডাব্লিউ এইট (BMW 8) সিরিজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

বিএমডাব্লিউ (BMW) একটি জার্মান বহুজাতিক কার কোম্পানি। তাদের উৎপাদিত গাড়িগুলো বিশ্বজুড়ে অনেক বেশি জনপ্রিয়। মার্কেটে এদের যথেষ্ট সুনাম আছে এবং বিক্রির হারও অনেক ভাল। গত কয়েক মাস ধরে তারা অল্প কিছু ছবি আর বর্ণনা দিয়ে তাদের নতুন বিএমডাব্লিউ এইট (BMW 8) সিরিজ সম্পর্কে ক্রেতাদের আগ্রহী করে তুলেছে। আর যা এই বছরের শেষ দিকে মার্কেটে আসবে। আসুন বিএমডাব্লিউ এইট (BMW 8) সিরিজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই।

আনকোরা ডিজাইনে আছে নতুনত্ব…    

বিএমডাব্লিউ এইট (BMW 8) সিরিজে নতুনত্বের ছোঁয়া থাকবে অনেক বেশি। বিএমডাব্লিউ সেডানগুলোর ডিজাইন কিছুটা পুরানো ধাঁচের হয়ে গেছে। সেক্ষেত্রে এই সিরিজে ক্রেতারা নতুন ডিজাইনের স্বাদ পাবেন। এর বোল্ড আর্কিটেকচার গুরত্ব আরোপ করেই তৈরি করা হয়েছে। তবে পূর্বের কিছু বৈশিষ্ট্যও ধরে রাখা হয়েছে।

এই নতুন মডেলের গাড়িগুলো সফট ধাঁচের এবং অনেকটা চওড়া আকারের হবে। এগুলোর Grille সিট উঁচু তাই অন্য Low Nosed কনসেপ্ট গাড়ির চেয়ে কম এগ্রেসিভ হবে। এবং এই ব্যাপারটা এই মডেলগুলোকে ইউনিক লুক দিবে। অন্যদিকে বাম্পার দেখতে অনেক বেশী ফ্রেন্ডলিয়ার করে তৈরি করা হয়েছে। আর হেড ল্যাম্পসগুলোও নতুন কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

অভ্যন্তরীণ কাঠামোতে আছে আলাদা বৈশিষ্ট্য

বিএমডাব্লিউ এইট (BMW 8) সিরিজ সাত সিরিজের চেয়ে কিছুটা ছোট আকারের হবে। এটার আরামদায়ক, উঁচু সেন্টার কন্ট্রোল এবং নিচু বসার জায়গা এটাকে আলাদা বৈশিষ্ট্য দান করেছে। যদিও এই বৈশিষ্ট্যগুলোর কারণে এর সেন্টারকে আরও ছোট দেখাবে। এর ড্রাইভ কন্ট্রোলার এবং গিয়ার সিলেক্টর তৈরি হয়েছে Swarovski গ্লাস দিয়ে। ফলে এর কন্ট্রোল লেআউট বা ডিটেইল কোন ইন্টারফেস ইভুলেশন শো করে না। যেহেতু এই গ্লাসের হেডলাইট জুয়েলারি কোম্পানি দিয়ে বানানো, সেহেতু এই ক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই।

মূল কাঠামোতেও আছে বিচিত্রতার ছোঁয়া…       

যদিওবা এই বিএমডাব্লিউ এইট (BMW 8) সিরিজকে সেভেন সিরিজের আপডেট ভার্সন বলা হচ্ছে। তথাপিও ধরতে গেলে এটা ছয় এবং পাঁচ সিরিজের মিক্স আপডেট ভার্সন হয়েছে। তবে এটা সিক্স সিরিজের থেকে কয়েক ইঞ্চি ছোট এবং দুইশ পাউন্ডস হালকা হবে। আর বডি এবং মূল কাঠামো প্রাথমিকভাবে ষ্টিল এবং অ্যালুমিনিয়ামের মিক্স দিয়ে তৈরি। যাতে আবার কিছুটা ম্যাগনেসিয়াম ধাতুও ব্যবহার করা হয়েছে।এছাড়াও এটাতেও সিরিজ ফাইভের মতো রেয়ার হুইল স্ট্রিং অপশনাল করা হয়েছে। এই গাড়িগুলোর দাম হবে সর্বনিম্ন ১ লক্ষ ডলার। আর ইউরোপে এটা ডিজেলে চলতে পারবে।ধারনা করা হচ্ছে এই এইট সিরিজ সিক্স সিরিজকে পুরোপুরি রিপ্লেস করবে।

প্রতিযোগিতা  কেমন হতে পারে

আপাতত মার্কেটে  বিএমডাব্লিউ এইট (BMW 8) সিরিজের প্রতিযোগিতা অনেক কম। সম্ভাব্য কারণ হল Porsche তার Panamera Coupe নিয়ে এখন পর্যন্ত সেভাবে কাজ করছে না। আর তাইতো বর্তমানে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে শুধুমাত্র Lexus LC এবং Mercedes Benz S ক্লাসের গাড়িগুলোকেই ধরা হচ্ছে।

নতুন বিএমডাব্লিউ এইট (BMW 8) সিরিজটি দেখতে আশানুরূপ সুন্দর। যদিও এর অনেক কিছুই পূর্বের গাড়িগুলোর আদলে তৈরি করা। তথাপি সিক্স বা সেভেন সিরিজের তুলনায় এটা দেখতে অনেকটাই ইউনিক হয়েছে। এছাড়াও এইট সিরিজের সাথে সেভেন সিরিজের মিলটাও অনেক কম। আর বিএমডাব্লিউ তার এইট সিরিজকে প্রধান্য দিয়ে গাড়ির মার্কেট আবারো নিজ আয়ত্তে নেয়ার প্রয়াস চালাচ্ছে। এবং আপাতত এই সিরিজকে কেন্দ্র করে সেই লক্ষ্যে এগিয়েও যাচ্ছে।

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

    Share your vote!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top