প্রহরী জিপিএস ট্র্যাকার

পড়তে লাগবে: 4 মিনিট

ঈদ উৎযাপনে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করতে ভুলবেন না!

ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য সবাই হয়ত খুব উন্মুখ হয়ে আছেন। আর দু-তিন দিনের মধ্যেই কর্মস্থল ছাড়তে শুরু করবেন শহরবাসী। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটির প্রথম দিন থেকে সময় কাটাবেন ব্যাস্ততায় আর তাড়াহুড়োয়।  আর তাড়াহুড়া করে বাড়ি ফিরতে গিয়ে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে যান। যার মাশুল গুনতে হয় ছুটির শেষে। তাহলে চলুন জেনে নেয়া যাক কোন কোন কাজগুলো বাড়িতে ঈদ করতে যাওয়ার আগে অবশ্যই করে যাওয়া উচিৎ এবং এই কাজগুলো করতে যেন ভুলে না যান।

দরকারি কাগজপত্র ফটোকপি করে রাখুন

গ্রামে যাওয়ার আগে দরকারি বিভিন্ন কাগজপত্র যেমন আইডি কার্ড, পাসপোর্ট ইত্যাদি ফটোকপি করে এক কপি নিজের কাছে রাখুন এবং আসল কপি সযত্নে রেখে দিন। কেননা আসল কপি সাথে রাখলে তাড়াহুড়ায় বা পকেটমারের কবলে পড়ে এসব দরকারি কাগজপত্র হারিয়ে যেতে পারে।

বাসার নিরাপত্তা নিশ্চিত করুন

শহর থেকে গ্রামে ঈদযাত্রা শুরু করার আগে, শহরের আপনার বাসার নিরাপত্তা নিশ্চিত করুন। বাসার দরজা জানালা ঠিকঠাক করে বন্ধ করুন। ভালো মানের সিকিউরিটি লক বা তালা ব্যবহার করুন। কেননা শহরের সবাই গ্রামে ঈদ করতে গেলে শহরে চোরের উপদ্রব বেড়ে যায়।

গ্যাজেট ও মোবাইল ভালোভাবে চার্জ করুন

ব্যস্ততায় বা তাড়াহুড়ায় অনেক সময় দেখা যায় যাত্রা শুরু করার আগে মোবাইলটা সঠিকভাবে এবং পুরোপুরি চার্জ করতে পারেন না অনেকেই। এতে করে পথের মধ্যে মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আর কারো সাথে যোগাযোগ করা দুরূহ হয়ে পড়ে। দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের বাকিরা। তাই আগে ভালোভাবে চার্জ দিয়ে নিন বা সাথে পোর্টেবল চার্জার থাকলে সেটিকে পুরো চার্জ দিয়ে সাথে রাখুন।

গ্যাস, বিদ্যুৎ ও পানি

যারা ঈদ করতে গ্রামে যাচ্ছেন, তারা ঈদযাত্রা শুরু করার আগে বাসার সব বৈদ্যুতিক সুইচ অফ করে যাবেন। সকেট থেকে সব ধরণের সংযোগ ও প্লাগ মুক্ত করে রেখে যাবেন। গ্যাসের সুইচটাও বন্ধ করে যাওয়া উচিৎ। আর পানির ট্যাপ ভালোভাবে আটকে এবং পরীক্ষা করে ঈদের জন্য যাত্রা শুরু করুন।

গ্যারেজে গাড়ি রেখে গেলে…

আপনার যদি কোন গাড়ি বা বাইক থাকে এবং তা যদি গ্যারেজে রেখেই ঈদ করতে যান তাহলে মূল্যবান গাড়ির নিরাপত্তাও নিশ্চিত করুন। গাড়ি এবং বাইকের ইঞ্জিন এবং ডোর (গাড়ির) ভালোভাবে লক করে রেখে যাবেন। বাড়ির দারোয়ান থাকলে তাকে আপনার গাড়ির উপর বিশেষ নজর রাখতে বলে যাবেন।

প্রহরী ভেইকেল ট্র্যাকার দিয়ে ২৪ ঘন্টাই গাড়ির নজরদারি করা যায়

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

    লিস্ট করুন এবং লিস্ট ফলো করুন

    যেদিন থেকে ছুটি শুরু হবে তার একদিন আগেই ঈদের ছুটিতে কি কি করবেন এবং কি কি জিনিষ সাথে নিয়ে যাবেন তার একটা লিস্ট করে ফেলুন। তারপর লিস্ট দেখে মিলিয়ে মিলিয়ে সমস্ত জিনিসপত্র সাথে নিন এবং ঈদের ছুটি কাজে লাগান। এতে করে সময় বাঁচবে, ঈদ ও কাটবে সহজে এবং আনন্দে।

    শিডিউল চেক করুন

    ঈদের ছুটিতে পড়ে যাওয়া কোন কাজের শিডিউল চেক করে নিন। যেসব কাজে বা এপয়েন্টমেন্টে ঈদের ছুটির জন্য অংশ নিতে পারবেন না সেগুলো আগে থেকেই বাতিল করে দিন। অফিসিয়াল কাজকর্ম সময় মতো গুছিয়ে আনার জন্য শিডিউল ফলো করুন।

    ফ্রিজ ও ডাস্টবিন খালি করুন

    অনেক সময় দেখা যায় ছুটিতে যাওয়ার আগে ফ্রিজে অনেক কিছু রেখে যাওয়া লাগে। এতে করে ফ্রিজের ভেতর রাখা খাবার ঠান্ডায় নষ্ট হয়ে যায়, বা শাকসবজি শুকিয়ে যায়। ছুটি থেকে ফিরে এসে এসব বাসি খাবার খাওয়াও যায়না। তাই বাড়ি যাবার আগে ফ্রিজ খালি করুন। আর ডাস্টবিনের ময়লা ফেলতেও ভুলবেন না। নতুবা, ছুটিতে ঘরে কেউ না থাকলেও থাকবে দুর্গন্ধ।

    ঘর গুছিয়ে রেখে ঈদ করতে যান

    ঈদের ছুটি শেষ করে আবারো যখন ব্যস্ত জীবনে ফিরবেন তখন কি আর ঘরদোর ধোয়া মোছা করতে ইচ্ছে হয় বলুন? তাই বাড়ি যাওয়ার আগেই ঘরদোর ধুয়ে মুছে পরিষ্কার রেখে যান। ঘরের বালিশ , চাদর ও প্রয়োজন বোধে পর্দা সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রেখে যান, যাতে ফিরে এসে আর কষ্ট না হয়।

    টিকেট যত্নে রাখুন

    বাড়ি যাওয়ার আগে যদি বাস, ট্রেন বা প্লেনের টিকেট বুকিং দিয়ে থাকেন তাহলে, টিকেট যত্নে রাখুন। এবং ফটোকপি করে রাখুন। বের হবার আগে নির্ধারিত জায়গা থেকে সংগ্রহ করে নিন। তাহলে আর টিকেট হারিয়ে বিপদে পড়ার ভয় থাকবে না।

    বাসার গাছের টব ও পোষা প্রাণী

    অনেকেই বাসায় ফুলের টবে ফুলগাছ লাগান বা অনেকেই পোষা প্রাণী রাখেন। বাড়ি যাওয়ার আগে গাছের সঠিক পরিচর্যা এবং পানি দেয়ার ব্যবস্থা রেখে যান। পোষা প্রাণী থাকলে তাকে একা বাসায় রেখে না গিয়ে এমন কোথাও রেখে যেতে পারেন যাতে প্রাণীটির কোন কষ্ট না হয়।

    বই এবং খাবার

    ঈদযাত্রার সময় পথেঘাটে কখন জ্যাম লাগে বা কতক্ষন যে লাগে বাড়ি পৌঁছুতে তার কোন ঠিক ঠিকানা নেই। তাই জ্যামে বসে সময় কাটানোর জন্য সাথে বই নিতে পারেন। এবং হালকা ধরণের শুকনো স্ন্যাক্স সাথে রাখতে পারেন।

    বিল পরিশোধ

    এমন একটা সময়ে ঈদ পড়েছে যে এই সময়ে নানা ধরণের বিল পরিশোধ করতে হয়। ইলেক্ট্রিসিটি বিল, ডিশ বিল, ইন্টারনেট বিল ইত্যাদি ঈদের আগেই পরিশোধ করে দিন। নতুবা ঈদের ছুটিতে বিল পরিশোধের তারিখ পার হয়ে যেতে পারে এবং ঈদের পরে ফিরে দেখলেন আপনার ইলেক্ট্রিসিটি বা ইন্টারনেট কানেকশন কেটে দিয়েছে। সুন্দর ছুটি কাটিয়ে, করমব্যাস্ত জীবনে ফিরে এমন দুর্ভোগ হোক তা কাম্য নয়।

    উপরোক্ত কাজগুলো যদি ঈদে বাড়ি যাওয়ার আগেই ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার ঈদের যাত্রা হবে সুন্দর, এবং ঈদের ছুটি কাটবে নির্ভাবনায়। ছুটিও হবে উপভোগ্য। পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা!

      গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

      Share your vote!


      এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
      • Fascinated
      • Happy
      • Sad
      • Angry
      • Bored
      • Afraid

      মন্তব্যসমূহ

      Scroll to Top