প্রহরী

গাড়ির ফগ লাইট
পড়তে লাগবে: 5 মিনিট

ফগ লাইট কি? এর সুবিধা ও বাংলাদেশে বৈধতা সম্পর্কে আলোচনা

দিনের ঝকঝকে আলোতে, মসৃণ রাস্তায় গাড়ি ও বাইক চালানোর অভিজ্ঞতা যতটা আনন্দের হয়, স্বল্প আলোতে এই একই অভিজ্ঞতা হয়ে যায় কঠিন। রাস্তায় পর্যাপ্ত আলোর স্বল্পতা বিভিন্ন ক্ষেত্রে যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকি ও দুর্ঘটনার কারণ হয়। শহর এলাকায় রাস্তার আশেপাশের বিভিন্ন আলোর সাথে স্ট্রিট লাইট থাকলে গাড়ির হেডলাইট যথেষ্ট হলেও, গাড়ি যদি শহরের বাইরে ঘুটঘুটে অন্ধকার পথ কিংবা কুয়াশাচ্ছন্ন কোন রাস্তায় চালাতে হয়, তাহলে আর উপায় নেই। গাড়ি বা বাইকের হেডলাইট, হ্যালোজেন লাইট বা এলইডি লাইটের আলো এরকম প্রতিকুল অবস্থায় রাইড করার জন্য একদমই পর্যাপ্ত না। তাহলে কি রাতে গাড়ি, বাইক চালাবেন না? অবশ্যই চালাবেন। তবে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করে, যেন আলোর স্বল্পতায় আপনার যাত্রা ঝুঁকিতে না পড়ে। আর এর সমাধান ও ব্যবস্থা হচ্ছে ফগ লাইট (Fog Light) । আজকের আর্টিকেলে আলোচনা করবো যাত্রাপথের অতি গুরুত্বপূর্ণ এই যন্ত্রটি নিয়েই।

ফগ লাইট কি?

অন্ধকার, কুয়াশাচ্ছন্নতা, বৃষ্টি বা এমন কোন প্রতিকূল পরিবেশ, যে অবস্থায় স্বাভাবিক দৃষ্টি বাধাগ্রস্ত হওয়ার কারনে গাড়ি চালানো ঝুকিপূর্ণ হতে পারে, এমন সব বিশেষ অবস্থায় গাড়িতে ব্যবহার করার জন্য ডিজাইন করা লাইট হচ্ছে ফগ লাইট। যা প্রতিকূল পরিবেশে চালকের দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করে। গাড়ির হেডলাইটের পেছনে থাকা ফগ লাইট সাধারণত সাদা বা হলদে হয়। যা কুয়াশা, অন্ধকার, বৃষ্টি, ধুলার মতো আলো আটকে রাখা প্রতিকূলতা ভেদ করে গাড়ির সামনের পরিবেশকে চালকের কাছে দৃশ্যমান করে। গাড়ির পেছনে লাগানোর ফগ লাইটও আছে। যার কাজ হচ্ছে পেছনে থাকা গাড়িকে আপনার গাড়ির উপস্থিতি সম্পর্কে সতর্ক করানো।

গাড়িতে ফগ লাইট ব্যবহারের সুবিধা কি কি?

গাড়িতে ফগ লাইট ব্যবহারের সুবিধা অনেক। যেমন- ফগ লাইটের প্রধান সুবিধা হলো কুয়াশা, ধোঁয়া, বৃষ্টি বা তুষারের মতো প্রতিকূল আবহাওয়ায় দৃশ্যমানতা বাড়ানো। সাধারণ লাইটের তুলনায় এই লাইট কম উচ্চতায় ও ছড়িয়ে আলোকিত করে, ফলে রাস্তা এবং গাড়ির সামনে থাকা অবজেক্টগুলো স্পষ্টভাবে দেখা যায়। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে-

১. ফগ লাইটের উন্নত আলো দৃশ্যমানতা বাড়ায়

গাড়ির ফগ লাইটের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে স্বল্প আলোর রাস্তায় রাইড করার সময় চালকের দৃশ্যমানতা বৃদ্ধি করা। তাছাড়া অনুভূমিকভাবে ছড়ানো আলো হেডলাইটের চেয়েও অনেক বেশি পরিমান প্রশস্ত জায়গাজুড়ে আলোকিত করব। এই বিস্তৃত আলোর কারনে গাড়ির সামনের রাস্তা, লেন, চিহ্ন, স্পিড ব্রেকার, রাস্তায় থাকা কোন ভাঙা বা গর্ত ইত্যাদি চালক স্পষ্টভাবে দেখতে পারে।

২. হাই বিম হেডলাইট থেকে আলাদা ও বেশি কার্যকর

হাই বিম হেডলাইট কিছুটা দূরে আলো প্রজেক্ট করে। স্বাভাবিক আবহাওয়াতে এমন আলো ঠিক হলেও সমস্যা দেখা দেয় ভারী বৃষ্টি বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে। সেই অবস্থায় প্রচন্ড উজ্জ্বল হেডলাইটের আলো কুয়াশা বা বৃষ্টির পানির ফোটার মধ্যে প্রতিফলিত হয়। যার কারনে সামনের দৃশ্য আরো অস্পষ্ট হয়ে চালককে দূর্ঘটনার ঝুঁকিতে ফেলতে পারে। হেডলাইটের এই বৈশিষ্ট্যগুলো মাথায় রেখেই প্রতিকূল পরিস্থিতি বিবেচনা করে গাড়ির ফগ লাইট ডিজাইন করা হয়েছে।

৩. দূর্ঘটনা ও সংঘর্ষ প্রতিরোধ

প্রতিকূল আবহাওয়া ও স্বল্প আলোর জন্য যে সব রাস্তায় দূর্ঘটনার ঝুঁকি থাকে, ফগ লাইট ব্যবহার করার মাধ্যমে সেই ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে কমানো সম্ভব। ভারী কুয়াশায় অনেক সময় কয়েক মিটার সামনের জিনিসও স্পষ্ট দেখা যায় না। এসব পরিস্থিতিতে গাড়ি চালালে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ, বাক নিতে গিয়ে দূর্ঘটনা ঘটা স্বাভাবিক। রাস্তার নির্দিষ্ট এলাকাজুড়ে আলোকিত করে চালককে আসন্ন বিপদ থেকে সতর্ক করে এই সব ঝুঁকি কমাতেই এই লাইট টি যথেষ্ট রূপে কার্যকর।

৪. গাড়িকে সঠিক লেনে থাকতে সাহায্য করে

অন্ধকার বা কুয়াশাচ্ছন্ন পরিবেশে গাড়ির ভেতর থেকে রাস্তার লেন বিভাজন গুলো স্পষ্ট দেখা যায় না। যার কারনে নিজের লেন ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য লেনের গাড়ির সাথে সংঘর্ষ হওয়ার আশংকা থাকে। ফগ লাইটের দুই পাশের বিস্তৃত আলো রাস্তার লেনের বিভাজন ও অন্য লেনে থাকা গাড়িকে চালকের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান করে। ফলে এক লেন থেকে আরেক লেনে গিয়ে দূর্ঘটনার ঝুঁকি কমে ফগ লাইট ব্যবহারে।

৫. ফগ লাইটসহ গাড়ি সহজে দৃশ্যমান

ফগ লাইট যে শুধু গাড়ির চালকের কাছে রাস্তা ও চারপাশে দৃশ্যমান করে তাই না। অন্য দিক থেকে আসা অপর গাড়ির কাছেও ফগ লাইট বিশিষ্ট গাড়ি সহজেই দৃশ্যমান। গাড়ির স্ট্যান্ডার্ড হেডলাইটের আলো থেকেও ফগ লাইটের আলো অনেক বেশি উজ্জ্বল। তাই ঘন কুয়াশা বা বৃষ্টির মধ্যে এই লাইটের জ্বলা গাড়ি অনেক দূর থেকেই দেখা যায়। যার ফলে সামনে থেকে আগত গাড়িও সহজেই সতর্ক হতে পারে ও সংঘর্ষের আশংকা প্রতিরোধ করতে পারে।

৬. সহজ ব্যবহার

ফগ লাইটের অন্যতম সুবিধাজনক বৈশিষ্ট্য হচ্ছে এর সুবিধাজনক সহজ ব্যবহার। ব্যবহারকারী সহজেই এর সাথে মানিয়ে নিতে পারে। বেশিরভাগ ফগ লাইটই ম্যানুয়ালি চালু ও বন্ধ করা যায়। অর্থাৎ, আবহাওয়া ও পরিবেশ বুঝে চালকের যদি মনে হয় যে এখন ফগ লাইট চালু করা উচিত, তখনই করা যাবে। অনেক গাড়িতে ফগ লাইটের জন্য ইন্ডিকেটর থাকে। যা দেখে চালককে মনে করিয়ে দিতে পারে যে এটি চালু আছে নাকি বন্ধ।

গাড়ির ফগ লাইট কিভাবে কাজ করে?

এটি গাড়ির জন্য একটি খুবই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অংশ। তবে বুঝতে হবে যে, ফগ লাইটের কার্যকারিতা এর উদ্দেশ্য বুঝে সঠিক ব্যবহারের উপর নির্ভর করে।

  • হেডলাইট ও ফগ লাইটের মধ্যে পার্থক্য হচ্ছে, ফগ লাইট গাড়ির কিছুটা নিচের দিকে লাগানো হয়।
  • নিচের দিকে অবস্থানের কারনে এর আলো সামনে  প্রতিফলিত হয়ে চালকের দৃষ্টিকে বাধাগ্রস্ত করে না।
  • ফগ লাইট থেকে প্রশস্ত আলো নির্গত হয়। যা পাশে ও নিচের দিকে সমতলভাবে ছড়িয়ে যায়। যেন গাড়ির সামনের রাস্তা পরিস্কারভাবে দেখা যায়। 
  • এটি হলুদ আলো নির্গত করে। এই হলুদ রঙের আলো ভারী বৃষ্টি বা কুয়াশায় বাউন্স করে চালকের দৃষ্টিতে সমস্যার সৃষ্টি করে না। যেটা হেডলাইটের আলো করতে পারে।
  • আলোর উর্ধ্বমুখী বিচ্ছুরণ থামাতে ফগ লাইটের কাট অফ লাইন রয়েছে। যা সামনে থেকে আসা গাড়ির চালকের চোখে পড়ে তার দৃষ্টি বাধাগ্রস্ত করা রোধ করে।
  • ভারী বৃষ্টি, কুয়াশা, অতিরিক্ত অন্ধকার ইত্যাদি কারনে উল্লেখযোগ্য ভাবে রাস্তার দৃশ্যমানতা কমে গেলেও শুধুমাত্র ফগ লাইট ব্যবহার করা উচিত। ফগ লাইটের অপ্রয়োজনীয় ব্যবহার সামনে থেকে আসা গাড়ির চালকের জন্য বিরক্তির কারন হতে পারে।

বাংলাদেশে ফগ লাইট মামলা কি আসলেই হয়? আইন কি বলে?

বিরূপ আবহাওয়া ও স্বল্প আলোতে ফগ লাইট ব্যবহার খুব জরুরী বিষয় হলেও একদম স্বাভাবিক আলোতে ফগ লাইট ব্যবহার অপর পক্ষের বিড়ম্বনার কারণ হতে পারে। এমনকি অতিরিক্ত আলোতে ঘটতে পারে দূর্ঘটনাও। আর অতি উৎসাহি কিছু ব্যবহারকারী এই লাইট প্রয়োজনের বাইরে স্টান্ট হিসেবে ব্যবহার করে থাকে। এই কারনে এই লাইটটি ব্যবহারে কিছুটা বিতর্ক রয়েই যায়। এমনকি কিছু ক্ষেত্রে এই লাইটগুলো ব্যবহারে চালককে ফগ লাইট মামলা দিতেও দেখা যায়। তাহলে এই আইনী জটিলতা থেকে কিভাবে বাঁচবেন? সমাধান হচ্ছে প্রয়োজনীয়তার বাইরে এর ব্যবহার না করা।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর সর্বশেষ অধ্যাদেশ অনুযায়ী ফগ লাইটকে এমন অতিরিক্ত যন্ত্রাংশ হিসেবে ধরা হয়েছে যার ফলে দূর্ঘটনা ঘটতে পারে। এখন যদি দিনঝকঝকে আলো বা স্ট্রিট লাইটে জ্বলজ্বল করা রাস্তাতে কোন প্রয়োজন ছাড়াই আপনার এই লাইট চালু করা থাকে, তাহলে রাস্তায় দায়ীত্বরত পুলিশ সদস্য আপনাকে বিনা প্রয়োজনে লাইট ব্যবহারের দায়ে মামমা দিতেই পারে। গাড়িতে এই লাইটটি ব্যবহারে এই সব বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।

সঠিক ফগ লাইট কীভাবে বেছে নেবেন?

সঠিক ফগ লাইট নির্বাচন করতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমেই, গাড়ির মডেল অনুযায়ী উপযুক্ত ফগ লাইটের আকার ও ধরন নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত, হালকা কুয়াশা বা ঘন কুয়াশার জন্য কনফিগারেশন নির্বাচন করুন। এছাড়াও ফগ লাইট নির্বাচন করার কিছু টিপস নিম্নে আপনাদের সাথে শেয়ার করা হলো-

ব্যবহারের গাড়িটির জন্য ফগ লাইট কেনার আগে খেয়াল রাখতে হবে কিছু বিষয়।

  • নিজের বাজেটের উপর ভিত্তি করে LED বা HID বালবের ফগ লাইট বেছে নিন। LED বালব বেশ শক্তিশালী আলোর সাথে ভালো দৃশ্যমানতা দেয়। অপরদিকে HID বালবের ফগ লাইটের আলো তুলনামূলক তীব্র বেশি। সাথে ব্যায়বহুলও। 
  • লাইটের কালার টেম্পারেচারের দিকে খেয়াল রাখতে হবে। ৩০০০K থেকে ৪০০০K এর আলো বেছে নিতে পারেন ফগ লাইটের জন্য। এর হলুদাভ সাদা আলো কুয়াশা ও বৃষ্টির মধ্যে বেশি কার্যকরী।
  • গাড়ির সামনের বাম্পার বা গ্রিলের উপর যেন ফিট হয় ফগ লাইট। রাস্তার কাছাকাছি ফগ লাইটের অবস্থান রাস্তার স্পষ্ট দৃশ্যমানতা নিশ্চিত করে।
  • গাড়ির বাইরের অংশে অবস্থান করা এই লাইট বৃষ্টি, কুয়াশা, ধুলাবালি সহ বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হয়। তাই এই ধরনের লাইট কেনার ক্ষেত্রে ভালো ব্র‍্যান্ড ও ভালো উপকরণের উপর বিনিয়োগ করতে হবে।

ফগ লাইটের রক্ষণাবেক্ষণ এবং যত্ন

ফগ লাইটের সঠিক যত্ন গাড়ির নিরাপত্তা এবং কার্যকারিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। নিয়মিত ফগ লাইট পরিষ্কার করুন যাতে ধুলো বা ময়লা জমে আলোর তীব্রতা কমে না যায়।অতি গুরুত্বপূর্ণ এই ফগ লাইটের কার্যকারিতা অক্ষুন্ন রাখার জন্য প্রয়োজন সঠিক যত্ন। আসুন জেনে নিয়ে ফগ লাইটের যত্ন সম্পর্কে কিছু ছোটখাটো বিষয়-

  • নরম কাপড় ও মৃদু সাবানের সাহায্যে ফগ লাইটের লেন্সে লেগে থাকা ময়লা, কাদা, ধুলা পরিস্কার করতে হবে। 
  • ফগ লাইটের বালবগুলো নিয়মিত চেক করতে হবে। কোন বালব নষ্ট বা পুড়ে গেলে দ্রুত সেটা প্রতিস্থাপনের ব্যবস্থা করতে হবে। 
  • দৃশ্যমানতা ১০০ মিটারের নিচে নেমে গেলে ফগ লাইট ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় ব্যবহারে ফগ লাইটের কার্যকারিতা হ্রাস পেতে থাকে। 
  • প্রয়োজন শেষে এই লাইট বন্ধ করার কথা মনে রাখতে হবে। 
  • কিছুদিন পর পর ফগ লাইটের তার ও কানেকশন চেক করা উচিত। কারন নষ্ট বা ক্ষয়প্রাপ্ত তার যান্ত্রিক ত্রুটির কারন হতে পারে। 
  • ফগ লাইটের চারপাশে থাকা হাউজিং সিল চেক করতে হবে নিয়ম করে। সিল ক্ষতিগ্রস্ত হলে ফগ লাইটের ভেতর আর্দ্রতা প্রবেশ করতে পারে। যার ফলে কার্যকারিতা কমে যায় ফগ লাইটের।

শেষ কথা

সর্বশেষে বলা যায়, ড্রাইভিং নিরাপত্তায় ফগ লাইটের গুরুত্ব অপরিসীম। কুয়াশা, বৃষ্টি, বা ধুলোবালির মতো প্রতিকূল আবহাওয়ায় স্পষ্ট দৃশ্যমানতা নিশ্চিত করে ফগ লাইট চালকদের নিরাপদে গাড়ি চালাতে সহায়তা করে। এটি দুর্ঘটনা কমাতে এবং যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিয়মিত ফগ লাইটের যত্ন ও সঠিক ব্যবহার নিশ্চিত করা উচিত, যাতে প্রতিটি ড্রাইভ আরও নিরাপদ ও ঝামেলামুক্ত হয়।

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

    Share your vote!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top