প্রহরী জিপিএস ট্র্যাকার

পড়তে লাগবে: 2 মিনিট

Car Servicing in Dhaka: গাড়ির সমস্যা সমাধানে কোথায় যাবেন?

Car servicing সংক্রান্ত জটিলতার মুখোমুখি হচ্ছেন না, এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন। স্পার্ক প্লাগ কাজ করছে না, চাবি ঘোরানো যাচ্ছে না, এয়ার ফিল্টার কোথায় বদলাব, ড্রাইভিং শুরু করলেই ব্যাটারি ড্রপ করছে…এমন বহু সমস্যার মুখোমুখি হতে হয় প্রায়ই। ঢাকার বাসিন্দাদের মধ্যে যারা কোথায় ঠিক করাবেন, কিভাবে করাবেন এসব বিষয়ে খুব একটা জানেন না, তাদের জন্যই আজকের পর্ব- Car Servicing in Dhaka. গাড়ির যে কোনো সমস্যার সমাধানে কাজে আসতে পারে, এমন কিছু সার্ভিসিং সেন্টারের ঠিকানা এবং ফোন নম্বর জেনে নিন।

১। Rahimafrooz

গাড়ির টায়ার, ব্যাটারি, লুব্রিকেন্ট তেল, আইপিএস, ইউপি ইত্যাদি কিনতে হলে Rahimafrooz-এ যেতে পারেন। গ্রাহক সেবার জন্য তারা প্রশংসা অর্জন করেছে।

যোগাযোগ

plot 2 মিরপুর সড়ক, ঢাকা 1216

01788-515450

 

২। DHS Motors Limited

DHS Motors Limited প্রধানত হোন্ডার ডিলারশিপের জন্য পরিচিত হলেও অন্যান্য ব্র্যান্ডের গাড়ির জন্যেও তারা সেবা দিয়ে থাকে।

যোগাযোগ

৯০ বীর উত্তম এ কে খন্দকার সড়ক, ঢাকা ১২১২

ফোন 01708-802528

 

৩। উত্তরা মোটরস পরিষেবা কেন্দ্র

উত্তরা মোটরস পরিষেবা কেন্দ্র শুধু যে গাড়ি রিপেয়ার করে তাই নয়, গাড়ির বিভিন্ন পার্টস এখানে কিনতেও পারা যায়।

যোগাযোগ

উত্তর বেগুনবাড়ি রোড, ঢাকা-১২০৮

ফোন-  02-8143370

৪। MS Auto Solutions

এমএস অটো সলিউশন্স হোম সার্ভিস সুবিধা দিয়ে থাকে। তাদের সেবার মধ্যে রয়েছে-

  • গাড়ির ভেতর ও বাহির পলিস
  • ইঞ্জিন অয়েল পরিবর্তন
  • ব্রেক সিস্টেম সার্ভিসিং
  • ইঞ্জিনের অন্যান্য কাজ

 স্ট্যান্ডার্ড ফি

২৩৫০ টাকা।

 যোগাযোগের ঠিকানা

ধানমন্ডি, ফোন নং- 01815-033235​

 

৫। Tata Car service Center

Tata Car service Center সাধারণত টাটা গাড়ির সকল সমস্যার সমাধান দিয়ে থাকে। ফুল সেট আপ বলতে যা বোঝায়। যে কোনো টাটা কার পার্টসের জন্যও আপনি এখানে ঢুঁ মারতে পারেন।

 স্ট্যান্ডার্ড ফি

১৫০০ টাকা।

 যোগাযোগ

নিটোল মটর্স লিমিটেড

প্লট-২৫, ফারুকি স্মরণী

জোয়ার সাহারা, নিকুঞ্জ-২

ক্ষিলখেত, ঢাকা-১২২৯

৬। Complete Car Servicing & Repair Center

গাড়ি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান মিলবে এখানে। Toyota, Nissan, Honda, Mitsubishi, Hyundai ইত্যাদি ব্রান্ডের গাড়ির রিপেয়ারিং করে থাকেন তারা।

 স্ট্যান্ডার্ড ফি 

আলোচনা সাপেক্ষে।

 সেবাসমূহ

  • কম্পিউটারাইজড ইঞ্জিন এ্যানালাইজার
  • কম্পিউটারাইজড হুইল এ্যানালাইজার
  • অটো স্ক্যানার
  • অটো পলিস
  • কার পেইন্টিং
  • এসি সার্ভিসিং
  • অটোম্যাটিক টায়ার ইনফিলট্রেট ইত্যাদি

 যোগাযোগ

+880 1973-319900492

Solmaid,Vatara, Apollo Hospital-এর কাছে

বসুন্ধরা R/A

ঢাকা, বাংলাদেশ

৭। Car Engine Carbon Cleaning Service

গাড়ির ইঞ্জিনে কার্বন জমার ফলে ইঞ্জিন অকেজো হয়ে যেতে পারে। কার্বন ক্লিনিং-এর জন্য বারিধারার আশেপাশের লোকজন যেতে পারেন এখানে।

 স্ট্যান্ডার্ড ফি

আলোচনা সাপেক্ষ

যোগাযোগ

 হাউজ#২৬৭ (৫ম তলা),

বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ ​

+8801707106300

৮। Computerised Car Diagnostic Center

লং ট্রিপে যাওয়ার জন্য আপনার গাড়ি কতটুকু প্রস্তুত বুঝতে পারছেন না? তাহলে কমপিউটারাইজড কার ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করুন।

সেবাসমূহ

  • ইঞ্জিন এ্যানালাইসিস
  • ইঞ্জিন টিউন-আপ
  • হুইল ব্যালেন্সিং
  • হুইল এ্যালাইনমেন্ট
  • অটোম্যাটিক টায়ার চেইঞ্জ

 স্ট্যান্ডার্ড ফি

আলোচনা সাপেক্ষ

যোগাযোগ

তেজগাঁও শিল্প এলাকা

Call- 88-02-8891741, 88-02-8891720, 01911351981

৯। Tenon (Tyre Sealant Home Service)

গাড়ির টায়ারকে দীর্ঘস্থায়ী করার জন্য চার চাকায় জেল ফিলিং প্রোটেক্টিভ কেয়ার যদি নিতে চান তাহলে টেনন সার্ভিসে যোগাযোগ করতে পারেন উত্তরা বা আশেপাশের এলাকার বাসিন্দারা। তারা হোম সার্ভিসও দিয়ে থাকে।

 স্ট্যান্ডার্ড ফি

৩৫৫০ টাকা

যোগাযোগ

Call +880 1915-723277

উত্তরা

ঢাকা, বাংলাদেশ

 

১০। Car Ac repairing solution

কারের এসি নিয়েও যখন তখন সমস্যায় পড়েন অনেক। এক্ষেত্রে Car Ac repairing solution আপনাকে হোম সার্ভিস দিতে প্রস্তুত।

ফি

গাড়ির এসির সার্ভিসের জন্য  ১১০০ টাকা

গাড়ির এসির গ্যাস রিফিল জন্য ১৬০০ টাকা

যোগাযোগ

ফোন- ০১৭৪৭-৬১৬৬৭৪, ০১৭১০-৭০২৫৩২

আমিনবাজার, ঢাকা

 

 আরও Car servicing center এর ঠিকানা জানতে পরের পর্বে চোখ রাখুন।

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

    Share your vote!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top