প্রহরী জিপিএস ট্র্যাকার

পড়তে লাগবে: 4 মিনিট

তুলনামূলক সস্তা ১০ টি বিলাসবহুল গাড়ি

সময়ের সাথে তাল মিলিয়েই চলতে হয় আমাদের! যখন যা যে ভাবে প্রয়োজন ঠিক সে ভাবেই আমরা পেতে চাই সব কিছু! প্রয়োজনে নতুন কিছু নিতে হয় আমাদের, সৃষ্টি হয় নতুন চাহিদা আর বাড়তে থাকে ভোগ। এ ভাবেই প্রতিনিয়ত চলছি আমরা। আমরা যদি আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত সমাজের কথাই ধরি,তাহলে বলতে হয় মধ্যবিত্ত এই সমাজের ভোগের ক্ষেত্রে এসেছে বিরাট পরিবর্তন, অর্থনৈতিক অগ্রগতি দিন দিন পাল্টে দিচ্ছে জীবন মান আর চিন্তার ধারা। গাড়ি! নাম শুনলেই আমরা মনে করি অনেক কিছু! কিন্তু এই ধারণা কিছুটা পাল্টেছে, গাড়ি শুধু এখন বিলাসবহুল জীবনের জন্যই প্রয়োজনীয় নয়,বাংলাদেশ সহ পুরো বিশ্বে গাড়ি দিন দিন হয়ে উঠছে প্রতিদিনকার জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে বাংলাদেশ এর ক্ষেত্রে প্রযোজ্য বেশি এই কথা! চাকরি -ক্ষুদ্র ব্যবসা সহ যাতায়তের সুবিধা হিসেবে গাড়ির প্রতি ঝুঁকছে মানুষ। নিজেদের সাধ্যের ভেতর থেকে সর্বোচ্চ সুবিধা জনক কিছুই মানুষ চায়, সেটা এই দেশ কিংবা বিদেশের প্রেক্ষাপটেও! এক গাড়ি ব্যবহারের পর এর থেকে আর একটু বিলাসবহুল এবং সাশ্রয়ী গাড়ির প্রতি ঝোক থাকে মানুষের। কথাটা খেয়াল করুন, বিলাসবহুল কিন্তু সাশ্রয়ী! অনেকে মনে করে থাকেন বিলাসবহুল মানেই অনেক অনেক অর্থের ব্যাপার! কিন্তু আসলেই কি তাই? বিলাসবহুল মানেই অনেক দাম হয় ব্যাপারটা সব সময় একরম নয়। একটু খোঁজ নিলেই কিন্তু জানতে পারি, তুলনামূলক কম দামে আমরা যে বিলাসবহুল গাড়ি পেতে পারি। পাঠক আমাদের আজকের আয়োজন এই বিষয়টিকে ঘিরেই, অর্থাৎ আপনাদের জানাবো কম দামে কি কি বিলাসবহুল গাড়ি রয়েছে বাজারে।

১০) 2004 Volkswagen phateon

সবচেয়ে খারাপ একটি খবর হচ্ছে ২০০৬ সাল এর পর থেকে North America বাজারে এটি পাওয়া হয়ে উঠে না, তবে সুখবর হচ্ছে আপনি ১৫০০ ডলারের বিনিময়ে কিনতে পারেন এটি। অবশ্যই এটি বাজারে এসেছিলো হাই মাইলর নিয়ে কিন্তু খুব ভালো অবস্থায় ছিলো না তবে চেষ্টা করেছিলো নির্ভরযোগ্য phaeton পেতে।

৯) 2008 Infiniti G 37

আসলে আমাদের জানার অভাবেই অনেক কিছু হারিয়ে ফেলি, অথচ একটু খোঁজ খবর রাখলেই আমরা পেতে পারি, আমরা যা চাই Infiniti হচ্ছে ঠিক তেমনই একটা কিছু। Infiniti হচ্ছে একটি নির্ভরযোগ্য ব্যান্ড যা বিলাস বহুল সেডানের জন্য বিশেষ ভাবে পরিচিত। এটি প্রতিষ্ঠা হয়ে ছিলো ১৯৮৯ সালে। Infiniti G37 সময়ের সাথে খাপ খাইয়ে নিতে পেরেছিলো, এবং কাস্টমারদের সন্তুষ্টি অর্জন করে নিতে পেরেছিলো। G37 হচ্ছে সব মিলিয়ে এমন একটি মডেল এর সমন্বয় যেখানে গতি এবং আরাম দায়ক ড্রাইভিং এর নিশ্চয়তা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি খুব সহনীয় একটি দামে এটি নিতে পারেন।

৮) 2014 Audi S3

আসলে সাধ্যের মধ্য যদি খুব ভালো কিছু পাওয়া হয় তাহলে তো যে কারো জন্যই ভালো। ২০১০ এর দশকে S3 বাজারে আসার মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো। বলা যায় এটির পারফরম্যান্স বেশ চোখে পড়ার মতো।

৭) 2013 Mercedes AMG CLA

CLA বাজারে আসার পর থেকেই দৃষ্টি কাড়তে থাকে মানুষের, অর্থাৎ পছন্দের তালিকায় স্থান করে নেয়। এর অন্যতম একটি কারণ হচ্ছে Mercedes তাদের একটি প্রনালী বই বের করে, যে মডেল বাজারে আসবে তার সাথে সাথে। আর এই নন্দনীয় পারফরম্যান্স এবং অত্যাশ্চর্য সৌন্দর্যের দিকটি থাকে এবং গাড়ি সম্পর্কিত একটি আভাস প্রদান করে, এর মূল্য 25,000 ডলার।

৬) 2014 BMW M-255i

BMW নতুন করে পরিচয় দেয়ার খুব একটা প্রয়োজন নেই। BMW M255i কিনতে গেলে আপনি স্মার্ট এবং অত্যাধুনিক কিছু একটা পাবেন এটার নিশ্চয়তা দেয়া যায়,কেননা এটির দৃষ্টিনন্দনীয় পারফরম্যান্স এর মাধ্যমে এটি প্রমাণ করেছে নিজেকে। ২০২০ এর মডেলটি আপনি পাবেন 38,500 ডলারে। আপনি যদি আরো কম এ পেতে চান তাহলে 2014 M255i নিতে পারেন লোকাল মার্কেটে।

৫) 2014 Lexus Is F

এই মডেল এর গাড়িটি ১৯৯৯ সাল থেকে বিক্রি হচ্ছে। মডেল এর সাথে F শব্দটি বাজারে এর হাইপারফরম্যান্স এর প্রতিনিধিত্ব করে। গাড়িটির মডেল কারিগরী শিল্প কুশলতায় পরিপূর্ন। এটির সর্বশেষ Model এর মূল্য পড়বে 45,500 ডলার,তবে 2014 Lexus Is F এর মূল্য 21,000 ডলার।

৪) 2005 Porsche Cayman S

ভালো পারফরম্যান্স এর গাড়ি সবাই খুঁজে থাকে,যারা দৃষ্টিনন্দনীয় ভালো গাড়ি খুঁজে তাদের জন্য একটি ভালো সন্ধান হতে পারে এটি। Porsche এর সেকেন্ড জেনারেশন মূলত তৈরি হয় স্পিড এবং পারফরম্যান্সকে কেন্দ্র করে। এর মডেল এর সাথে S দিয়ে মূলত বোঝায় 2.7 liter এর ইঞ্জিন আপগ্রেড হয়ে 3.2 Liter flat six. ভালো পারফরম্যান্স এর সাথে এটির ভালো ফিগার দাম এর ক্ষেত্রে কিছুটা প্রভাবিত করেছে।

৩) 2011 Jaguar XKR

XKR এর দ্বিতীয় জেনারেশন ২০০৭ থেকে চলতে শুরু হয়ে ২০১৪ পর্যন্ত চলতে থাকে। বলতে হয় প্রথম জেনারেশন এর কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়েছে। নতুন XKR নিয়ে এসেছে হাইপারফরম্যান্স এর মডেল যার স্ট্যান্ডার্ড স্পিড 158 mph এবং পারফরম্যান্স মডেল সুপার চার্জড ইঞ্জিন নিয়ে এসেছে যার স্পিড লিমিটেড 174 mph.
২) 2016 Cadillac ATs -V
Cadillac হচ্ছে এমন একটি অল্প ডিভিশনের General Motors যেই মডেল নিয়ে এসেছে বিলাসবহুল এবং অত্যাধিক পারফরম্যান্স সমৃদ্ধ গাড়ি। ATs-v এমন একটি হাইপারফরম্যান্স এর গাড়ি যা নিয়ে এসেছে twin -turbochar ged 3.6 liter V6, যা দেয় 464 hp 5850 rpm সেই সাথে 6 Speed ম্যানুয়াল ট্রান্সমিশন।
১) 2003 Aston Martin DB7
১৯৯০ এবং ২০০০ এর দশকে এই মডেলটি একটি আইকনিক মডেল হিসেবে স্বীকৃতি পায়। তবে দু:খের সাথে বলতে হয় ২০০৪ সালের পরে এটি discontinued হয়ে যায়, কিন্তু একটি সুখবর হচ্ছে যে আপনি এটিকে ৩০,০০০ ডলারের মধ্যে কিনতে পারেন এই বিলাসবহুল গাড়ি ।

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

    Share your vote!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top